লোডশেডিংয়ের দহন জ্বালায় পুড়ছে লালমোহন!

ভোলা জেলার লালমোহন উপজেলায় ভয়াবহ লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাপন।

অসহনীয় গরমে শিশু ও বৃদ্ধদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এমনকি কৃষি কার্যক্রমেও পড়েছে মারাত্মক প্রভাব।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক ঘণ্টা পরপর বিদ্যুৎ যায়। কিছু সময়ের জন্য বিদ্যুৎ এলে তা আবার কিছুক্ষণের মধ্যে চলে যায়। বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইলেকট্রনিক পণ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। আইস ফ্যাক্টরি, মাছ ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

এই দুরবস্থার বিষয়ে লালমোহন বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মকর্তারা জানান, সরবরাহ সংকট ও ট্রান্সফরমারজনিত সমস্যা থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি উন্নয়নের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তাঁরা দাবি করেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা অবিলম্বে লালমোহনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন। অন্যথায় জনগণকে নিয়ে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *